স্বাধীনতা কাপ সেমিফাইনালে শেখ রাসেল

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শেখ রাসেলের গোল উদযাপনগতবারের চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘের পর রানার্সআপ চট্টগ্রাম আবাহনীও বিদায় নিলো স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে। বুধবার তাদের ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

গত দুই আসরে নকআউটে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বিদায় নিয়েছিল শেখ রাসেল। ২০১৬ সালে সেমিফাইনালে আর গতবার কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধ এবার নিলো তারা।

২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল এবারের সেমিফাইনালে পাচ্ছে ব্রাদার্স ইউনিয়নকে, যারা মঙ্গলবার বিদায় করে গতবারের শিরোপা জয়ী আরামবাগকে। আগামী ১৯ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ চারে মুখোমুখি হবে ব্রাদার্স ও শেখ রাসেল।

গতবারের রানার্সআপদের বিপক্ষে আত্মবিশ্বাসে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল শেখ রাসেল। কারণ গ্রুপের দুই ম্যাচে একটিও গোল করতে পারেনি তারা। গোলশূন্য ড্র করেছিল দুটি খেলাতেই। সেই দলটিই গ্রুপসেরা চট্টগ্রাম আবাহনীর জালে তিন মিনিটের ব্যবধানে দুইবার বল জড়িয়েছে।

৩৫ মিনিটে ডানপ্রান্ত থেকে লম্বা ক্রস পেয়ে বাঁ পায়ের নিচু শটে আলিশার আজিজোভ এগিয়ে দেন শেখ রাসেলকে। তিন মিনিট পর প্রতিপক্ষ ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। সহজে বলের দখল পান রাফায়েল ওদোভিন। তারপর বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।