ঘরের মাঠে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদকে বড় লজ্জা দিয়েছে সিএসকেএ মস্কোবুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ জন্ম দিয়েছে বড় অঘটনের। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠেই পেয়েছে বড় লজ্জা। রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর কাছে বিধ্বস্ত হয়েছে তারা ৩-০ গোলে। তাতে অবশ্য বিপদ ঘটেনি, আগেই নিশ্চিত হয়েছিল তাদের শেষ ষোলো।

‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল তারা আগেই। নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বাইরে রেখে তাই দল সাজিয়েছিলেন কোচ সান্তিয়াগো সোলারি। এই সুযোগটা কাজে লাগিয়ে শুরু থেকেই তাদের ওপর চাপ প্রয়োগ করে খেলেছে মস্কো। যার পুরস্কার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু থেকে রাশিয়ান ক্লাবটি ফিরেছে ৩-০ গোলর জয় নিয়ে।

এরপরও ইউরোপা লিগের খেলার জায়গায় থাকতে পারেনি মস্কো। গ্রুপের অন্য ম্যাচে রোমাকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে ভিক্টোরিয়া প্লজেন তৃতীয় হয়ে জায়গা করে নিয়েছে ইউরোপের দ্বিতীয়সেরা প্রতিযোগিতায়। ‘জি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে ৮ পয়েন্ট পাওয়া রোমা রানার্স-আপ হয়ে নাম লিখিয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে। আর প্লজেন ও মস্কোর সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইউরোপা লিগে সুযোগ পেয়েছে প্লজেন।

বার্নাব্যুতে মস্কোর গোল উৎসবের শুরুটা ম্যাচ ঘড়ির ৩৭ মিনিটে। যখন ২০ বছর বয়সী ফরোয়ার্ড ফ্লেওদোর চালোভের লক্ষ্যভেদে এগিয়ে যায় মস্কো। বিরতিতে যাওয়ার আগেই সফরকারীরা ব্যবধান দ্বিগুণ করে জোর্জি স্নেইনিকোভ জাল খুঁজে পেলে। ৪৩ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরায় খুব চেষ্টা করেছে রিয়াল। যদিও গোল তো পায়ইনি, উল্টো ৭৩ মিনিটে তারা হজম করে তৃতীয় গোল। এবার স্কোরশিটে নাম তোলেন আরনোর সিগুরসন। তাতে ঘরের মাঠে বড় ব্যবধানে হারের লজ্জায় মুখ ঢাকেন রিয়াল সমর্থকরা। গোল ডটকম