ঘরের মাঠে সবচেয়ে বড় হারের লজ্জা রিয়ালের

নাচোইউরোপা লিগে খেলার টিকিট না পেলেও গর্ব করার মতো এক জয় পেয়েছে সিএসকেএ মস্কো। আর লজ্জায় অবনত হতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপের শেষ ম্যাচে রিয়াল হেরেছে ৩-০ গোলে, তাও ঘরের মাঠে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে এত বড় ব্যবধানে আর কখনও হারেনি মাদ্রিদ ক্লাব।

টানা তিনবারের চ্যাম্পিয়নরা রাশিয়ান ক্লাবকে স্বাগত জানিয়েছিল শেষ ষোলো ও ‘জি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেই। সান্তিয়াগো সোলারি তাই দল সাজান তরুণদের নিয়ে।

দলের গড় বয়স ছিল ২৪ বছর ১০০ দিনের। চ্যাম্পিয়নস লিগে তৃতীয় সর্বকনিষ্ঠ দল মাঠে নামানোর অভিজ্ঞতা মোটেও সুখের হয়নি আর্জেন্টাইন কোচের।

২০০৯ সালের অক্টোবরের পর প্রথমবার ঘরের মাঠে গ্রুপ পর্বে হারল রিয়াল। ২৮ ম্যাচ আগে এসি মিলান বার্নাব্যুতে ৩-২ গোলে হারায় তাদের।

সিএসকেএ আরও একটি দুর্লভ কীর্তি গড়েছে। ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের দুই ম্যাচেই রিয়ালকে হারিয়েছে তারা, যেটা সবশেষ করেছিল জুভেন্টাস। গোল ডটকম