ব্যক্তিগত অর্জনের জন্য খেলেন না রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোউয়েফা ও ফিফা বর্ষসেরার পর ব্যালন ডি’অরের সোনালি ট্রফিটাও লুকা মদরিচের কাছে হারিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে আক্ষেপ নেই সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকে প্রাধান্য দেন জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড।

ব্যক্তিগত ট্রফিগুলো হাতছাড়া করলেও ২০১৮ সাল উপভোগ করেছেন রোনালদো। রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ার পর জুভেন্টাসে চুক্তি করেন তিনি। শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও তুরিন ক্লাবটির সঙ্গে ২৪ ম্যাচে ১৫ গোল তার।

নতুন ক্লাবের সঙ্গে ঝলমলে পারফরম্যান্স দিয়ে বছর শেষ করায় ব্যক্তিগত অর্জনের অপ্রাপ্তি ভাবাচ্ছে না রোনালদোকে। তার বিশ্বাস, দলকে সাফল্যের পথে নিয়ে যেতে পারলে পুরস্কার এমনিতেই আসবে।

রোনালদো বলেছেন, ‘ব্যক্তিগত অর্জন নিয়ে আমি মোহাবিষ্ট নই। দলকে সহায়তা করা গুরুত্বপূর্ণ, সবসময়। তাহলে স্বাভাবিকভাবে বাকি সব হাতে আসবে। জিতলে আমার যে ভালো লাগে সেটা লুকাই না। কিন্তু না জিতলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে না।’

সিরি ‘এ’র এই মৌসুমে এখন শীর্ষ গোলদাতার আসনে রোনালদো। ক্লাব ও দেশের হয়ে গত বছর শেষ করেছেন ৫৩ ম্যাচে ৪৯ গোল করে। এবার ১৯৯৬ সালের পর জুভেন্টাসকে প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতাতে আশাবাদী তিনি। গোল ডটকম