গ্লোব সকার অ্যাওয়ার্ডসে রোনালদোর হ্যাটট্রিক

বান্ধবী ও সন্তানের সঙ্গে পুরস্কার হাতে রোনালদো, তার এজেন্ট মেন্দেস হয়েছেন বর্ষসেরাউয়েফা, ফিফা ও ব্যালন ডি’অর ধরে রাখতে না পারলেও গ্লোব সকার অ্যাওয়ার্ডসে টানা তৃতীয়বার সেরা খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বৃহস্পতিবার দুবাইয়ে দুটি পুরস্কার হাতে নিয়েছেন জুভেন্টাস সুপারস্টার।

অ্যাতলেতিকো মাদ্রিদের আন্তোয়ান গ্রিয়েজমান ও প্যারিস সেন্ট জার্মেইর কাইলিয়ান এমবাপেকে পেছনে ফেলে পঞ্চম গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে পর্তুগিজ তারকা পেয়েছেন আরও একটি স্বীকৃতি- ভক্তদের সেরা খেলোয়াড়। ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো লিখেছেন তার অনুভূতির কথা, ‘নতুন বছর শুরু হলো দারুণভাবে। আজ যে স্বীকৃতি ও ভালোবাসা পেলাম সেটার জন্য ধন্যবাদ।’

রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে এই মৌসুমে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সাবেক ক্লাব সতীর্থ লুকা মদরিচের কাছে হারান উয়েফা ও ফিফার বর্ষসেরার পুরস্কার। ক্রোয়েট তারকার কাছে হাতছাড়া করেন ব্যালন ডি’অরও।

নতুন ক্লাবে এসে দারুণ ফর্মে আছেন রোনালদো। সিরি ‘এ’তে ১৪ গোল করে এখন শীর্ষ গোলদাতা তিনি। তার ক্লাব টেবিলের শীর্ষে আছে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে।

রোনালদোর সঙ্গে এদিন মঞ্চ মাতিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়ে হয়েছেন বর্ষসেরা কোচ। বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ইএসপিএনএফসি