বায়ার্ন মিউনিখে বিশ্বকাপ জয়ী পাভার্দ

বেনজামিন পাভার্দবয়স কম, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ- বেনজামিন পাভার্দকে বায়ার্ন মিউনিখের চাই-ই চাই। তাই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারের বাইআউট ক্লজ মিটিয়ে স্টুটগার্ট থেকে আলিয়েঞ্জ অ্যারেনায় নিয়ে এসেছে জার্মান চ্যাম্পিয়নরা।

জার্মান ক্লাব স্টুটগার্ট ফরাসি রাইটব্যাকের বাইআউট ক্লজ বেঁধে দিয়েছিল ৩৫ মিলিয়ন ইউরো। বায়ার্ন অঙ্কটা পরিশোধ করে ২২ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে।

শীতকালীন দলবদলে পাভার্দের সঙ্গে চুক্তি সম্পন্ন করলেও ফরাসি রাইটব্যাক বায়ার্ন মিউনিখে যোগ দেবেন চলতি মৌসুম শেষে। জার্মান চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিজিক জানিয়েছেন, ২০১৯ সালের জুলাইয়ে দলে যোগ দিতে যাওয়া পাভার্দের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে বায়ার্ন।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের দ্বিতীয় শিরোপা জেতার পথে অবদান রেখেছেন পাভার্দ। রাইটব্যাক হিসেবে বিশ্বকাপের ছয় ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জেতা ফাইনালের পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন বায়ার্নের নতুন এই সদস্য।

২০১৮ সালের বিশ্বকাপে পাভার্দের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে লক্ষ্যভেদ। ভলিতে বুলেট গতির শটে করা তার গোলটি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে টপকে নির্বাচিত হয়েছিল রাশিয়ার আসরের সেরা গোল।

ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতা এই রাইটব্যাক চলতি মৌসুমের বাকি সময়টা খেলবেন স্টুটগার্টের জার্সিতে। পাভার্দের সঙ্গে চুক্তি নিয়ে সালিহামিজিক বলেছেন, ‘পাঁচ বছরের চুক্তিতে ২০১৯ সালের ১ জুলাই বায়ার্নে যোগ দিচ্ছেন বেনজামিন পাভার্দ। তিনি তরুণ ও বিশ্ব চ্যাম্পিয়ন। তার মতো খেলোয়াড়কে দলে আনতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’ গোল ডটকম