ম্যারাডোনার সফল অস্ত্রোপচার

ডিয়েগো ম্যারডোনাপাকস্থলীর রক্তক্ষরণে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। শনিবার সফল অস্ত্রোপচার হলো বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়কের।

ম্যারাডোনার শরীরের সফল অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেছেন তার আইনজীবী মাতিয়াস মোরলা।

জানুয়ারির শুরুতে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় পাকস্থলীর এই সমস্যা ধরা পড়ে। এরপর হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থতা জটিল না হলেও দ্রুত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা।

৫৮ বছর বয়সী গ্রেটের সবশেষ খবর টুইটারে জানান মোরলা, ‘ডিয়েগো ম্যারাডোনার অস্ত্রোপচার শেষ। ঈশ্বরকে ধন্যবাদ যে সবকিছু ঠিকঠাক আছে।’

হাঁটুর সমস্যার কারণে সম্প্রতি ক্র্যাচে ভর করে হাঁটতে দেখা গেছে ম্যারাডোনাকে। মেক্সিকান ক্লাব দোরাদোস দে সিনালোয়ার সঙ্গে দ্বিতীয় মৌসুমে যোগ দেওয়ার আগে তার পাকস্থলীর সমস্যা ধরা পড়ে।

মোরলা জানান, সুস্থ হলেই আবার ক্লাবের কোচ হিসেবে দেখা যাবে তাকে, ‘আমরা এখন তার সুস্থতার জন্য অপেক্ষা করছি, যেন শিগগিরই তিনি কাজে ফিরতে পারেন।’ ইএসপিএনএফসি