শেখ জামালের প্রথম জয়

বিজেএমসির গোলমুখে শেখ জামালের একটি আক্রমণবাংলাদেশ প্রিমিয়ার লিগে চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার তারা ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। প্রথম দুই ম্যাচ হেরে আগের খেলায় রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল তারা।

প্রথম জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট শেখ জামালের। আর তৃতীয় হার দেখা বিজেএমসির পয়েন্ট ১।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকে ছিল শেখ জামালের আধিপত্য। দুটি গোলই তারা করে প্রথমার্ধে।

দুই গোলেই অবদান রেখেছেন অধিনায়ক সলোমন কিং। ১৩ মিনিটে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের ক্রসে আর্জেন্টিনার লুসিয়ানো পেরেসের হেডে এগিয়ে যায় শেখ জামাল।

তারা ব্যবধান দ্বিগুণ করে ৩৩ মিনিটে। সলোমনের ফ্রি কিক থেকে কিরগিজস্তানের ফরোয়ার্ড ডেভিড ব্রুসের হেড আরও এগিয়ে দেয় শেখ জামালকে।

দুই গোলে পিছিয়ে থাকা বিজেএমসি ম্যাচে ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে তারা সুযোগও পেয়েছিল। ৭৯ মিনিটে মিডফিল্ডার আবদুল্লাহ পারভেজের ফ্রি কিক গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে তাদের ব্যর্থ করেন।

ম্যাচ শেষে শেখ জামালের সহকারী কোচ তাজউদ্দিন বলেছেন, ‘এই ম্যাচে পুরো দল গতিময় ফুটবল খেলেছে। আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলেছে। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে লিগে আমরা ভালো করতে পারবো।’