কলম্বিয়ার কোচ কুইরোস

কার্লোস কুইরোসজাতীয় দলের প্রধান কোচ হিসেবে কার্লোস কুইরোসকে নিয়োগ দিলো কলম্বিয়া। আগামী মার্চে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে ৬৫ বছর বয়সী কোচের নতুন যাত্রা।

দক্ষিণ আমেরিকান দেশটির সঙ্গে চার বছরের চুক্তি করেছেন কুইরোস। হোসে পেকারম্যান প্রায় ৭ বছর পর দায়িত্ব ছাড়লে গত সেপ্টেম্বর থেকে কোচহীন ছিল কলম্বিয়া।

পেকারম্যানের উত্তরসূরি হিসেবে আগে থেকে এগিয়ে ছিলেন কুইরোস। কিন্তু ইরানের সঙ্গে চুক্তি থাকায় অপেক্ষা করতে হয়েছে তাকে। তার অধীনে ইরান দুইটি বিশ্বকাপে খেলেছে, সবশেষ জানুয়ারির এশিয়া কাপে খেলেছে সেমিফাইনাল।

পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও ইরানের পর পঞ্চম দেশ হিসেবে কলম্বিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কুইরোস। ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচ হিসেবে ছিলেন তিনি।

কলম্বিয়ায় কুইরোসের সবচেয়ে বড় পরীক্ষা কোপা আমেরিকায়। মহাদেশীয় লড়াইয়ে গ্রুপ পর্বে আর্জেন্টিনা, কাতার ও প্যারাগুয়ের সঙ্গে পড়েছে দলটি। বিবিসি, গোল ডটকম