সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে শেখ রাসেলের হোঁচট

শেখ রাসেল-সাইফ স্পোর্টিং ম্যাচে বল দখলের লড়াইটানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে চতুর্থ ম্যাচে জিততে পারেনি তারা। শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ক্লাবের লড়াই শেষ হয়েছে ১-১ গোলে।

চার ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও একটি ম্যাচ বেশি খেলেছে সাইফ স্পোর্টিং।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। প্রথমার্ধে গোল হয়নি। ৭৯ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিসের।

তবে শেখ রাসেল এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। চার মিনিট পরই সমতা নিয়ে আসে সাইফ স্পোর্টিং। তা-ও আবার আত্মঘাতী গোলে! দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সিউনগিল পার্কের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন শেখ রাসেলের ডিফেন্ডার ইয়াসিন খান। আর এই গোলই সাইফ স্পোর্টিংকে এনে দেয় একটি মূল্যবান পয়েন্ট।

টানা চতুর্থ জয় না পেয়ে হতাশ শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজ আমাদের জেতা উচিত ছিল। অন্যদিনের তুলনায় বেশি সুযোগ পেলেও আমরা মাত্র একটা গোল করেছি। আমাদের আরও গোল করা উচিত ছিল। অবশ্য এটাই ফুটবল।’