এবার মেয়েদের ফুটবলে জিপিএসের ব্যবহার

জিপিএস পরে চলছে মেয়েদের অনুশীলনঢাকার ফুটবলে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএসের ব্যবহার নতুন কিছু নয়। গত মৌসুম থেকে আরামবাগ ও সাইফ স্পোর্টিং ক্লাব এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার মেয়েদের ফুটবলে যোগ হয়েছে জিপিএস। অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচে  জিপিএস ব্যবহার করছেন মারিয়া-তহুরা-আঁখিরা।

এ প্রসঙ্গে মেয়েদের ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনুশীলনে জিপিএস ব্যবহারের ফলে মেয়েদের গতি ও পারফরম্যান্স সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। সামনে তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে হবে আমাদের। তার আগে এই প্রযুক্তি পেয়ে আমরা খুশি। আশা করি, জিপিএস ব্যবহারের মাধ্যমে মেয়েদের পারফরম্যান্সের আরও উন্নতি হবে।’

২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ মিয়ানমারে অনুষ্ঠেয় মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের দ্বিতীয় পর্বে অংশ নেবে বাংলাদেশ। এরপর ১২ থেকে ২২ মার্চ সাফ ফুটবল খেলবে নেপালে। এপ্রিলে ঢাকায় হবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা আন্তর্জাতিক ফুটবল।

সম্প্রতি বাংলাদেশের জন্য ৪০টি জিপিএস পাঠিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে ছেলেদের আগে মেয়েরা এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে।