চ্যাম্পিয়নস লিগ মাইলফলকে বেনজিমা

করিম বেনজিমাইয়োহান ক্রুইফ অ্যারেনায় গুরুত্বপূর্ণ জয়ে দ্বিতীয়ার্ধে গোল করেন করিম বেনজিমা। তাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মাইলফলকে নাম লিখলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

আয়াক্সকে ২-১ গোলে হারাতে ৬০ মিনিটে লক্ষ্যভেদ করেন বেনজিমা। কেবল চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৬০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

মাত্র তিনজন খেলোয়াড় তাদের চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে বেনজিমার চেয়ে বেশি গোল করেছেন। ১২১ গোল করে সবার উপরে ক্রিস্তিয়ানো রোনালদো। তারপরে আছেন লিওনেল মেসি (১০৬) ও রাউল (৭১)।

৬০ গোলের কীর্তি গড়তে বেনজিমা খেলেছেন ১১০ ম্যাচ। জিতেছেন ২০১৪, ২০১৬. ২০১৭ ও ২০১৮ সালের শিরোপা।

গত মৌসুমে ধুঁকতে থাকা বেনজিমা এবার দারুণ ফর্মে আছেন। বিশেষ করে নতুন বছরে। ২০১৯ সালে এরই মধ্যে ৮ গোল করেছেন তিনি। তাতে সব ধরনের প্রতিযোগিতায় লা লিগা খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলে মেসির পাশে ফরাসি ফরোয়ার্ড।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় আয়াক্সের বিপক্ষে ম্যাচ সবসময় উপভোগ করেন বেনজিমা। এনিয়ে ডাচ প্রতিপক্ষের সঙ্গে ৬ ম্যাচ খেলে ৮ গোলে অবদান তার, চারটি করে গোল ও অ্যাসিস্ট। গোল ডটকম