ম্যানইউর বিপক্ষে নেইমারের ফেরা অসম্ভব!

নেইমারচ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্যারিস সেন্ত জার্মেইর শেষ ষোলোর দ্বিতীয় লেগ ৬ মার্চ। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে নেইমারের ফেরা অসম্ভব বললেন তার বাবা।

গত জানুয়ারিতে পঞ্চম মেটাটারসালের চোটে ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন নেইমার। চিকিৎসা জোরদমে চললেও সপ্তাহখানেকের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফেরার কোনও সম্ভাবনা নেই জানালেন নেইমার সিনিয়র।

টেলিফুটকে নেইমারের বাবা বলেছেন, ‘এখনও নেইমার চোটে আক্রান্ত। এটা জটিল ব্যাপার। যারা ফুটবল ভালোবাসে এবং তার খেলা দেখতে পছন্দ করে, এটা তাদের জন্য কষ্টের।’

ম্যানইউর বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে দেখায় আশায় যারা বুক বেঁধেছেন তাদের দুঃসংবাদ দিলেন নেইমার সিনিয়র, ‘সুস্থ হতে কমপক্ষে ১০ সপ্তাহ লাগবে। ম্যানইউর বিপক্ষে তার ফিরে আসা অসম্ভব।’

রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার হয়ে নেইমারের আরও একবার স্পেনে ফেরার গুঞ্জন চলছে মিডিয়ায়। এর জবাবে পিএসজি ফরোয়ার্ডের বাবা বলেছেন, ‘এই চোট বাদ দিলে সে প্যারিসে খুব খুশি। নেইমারের ব্যাপারে কথা বলার জন্য কেবল দুইজনই আছে: সে ও আমি, আমরা তো এ ব্যাপারে কোনও সময় কথা বলিনি। বার্সেলোনায় তার ফেরার সম্ভাবনা নিয়ে আমাদের কারও কাছ থেকে কিছু শুনেছেন?’

নেইমার পিএসজিতেই থাকবেন জানালেন তিনি, ‘গুঞ্জনের বাইরে থাকা তার মতো খেলোয়াড়ের জন্য অসম্ভব। বার্সেলোনার কাছ থেকে কোনও ফোন আসেনি। বর্তমান প্যারিসে, ভবিষ্যৎও প্যারিসে। ভবিষ্যৎ নিয়ে কথা বলা কঠিন, কারণ ফুটবলে যে কোনও সময় পরিস্থিতি পাল্টে যায়।’

প্রথম লেগে ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ২-০ গোলে জিতে এসেছে পিএসজি। গোল ডটকম