লিগ শিরোপার আশা ছাড়ছেন না রিয়াল কোচ

সান্তিয়াগো সোলারিলা লিগায় আগের ম্যাচে ডার্বি জিতে শীর্ষে থাকা দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে এনেছিল রিয়াল মাদ্রিদ। উঠেছিল দুই নম্বরে। কিন্তু রবিবার ঘরের মাঠে জিরোনার কাছে হেরে আবার বার্সা ও অ্যাতলেতিকো মাদ্রিদের পেছনে পড়ে গেছে তারা। এক নম্বর আসন থেকে ৯ পয়েন্ট দূরে থাকলেও শিরোপার দৌড়ে হাল ছাড়ছেন না কোচ সান্তিয়াগো সোলারি।

২৪ ম্যাচ শেষে ৫৪ পয়েন্টে সবার উপরে বার্সা। ৪৭ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে অ্যাতলেতিকো। রিয়াল ৪৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এখনই শেষ দেখছেন না সোলারি।

কোপা দেল রে সেমিফাইনাল ও চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে রিয়াল। তারপরও শীর্ষ ঘরোয়া ফুটবলকে গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘সবসময় লিগকে এগিয়ে রাখবো। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে এবং এগিয়ে যেতে হবে। তিন প্রতিযোগিতার সবগুলো এখনও আমাদের জন্য উন্মুক্ত।’

নিষেধাজ্ঞার কারণে লুকা মদরিচকে এদিন পায়নি রিয়াল। এতে মাঝমাঠে ছিল শূন্যতা। ডগলাস লুইস খুব সহজেই কাসেমিরোকে পেছনে ফেলে জিরোনার জয়সূচক গোল বানিয়ে দেন।

ক্রোয়েট তারকার অনুপস্থিতি দলে প্রভাব রেখেছে কিনা প্রশ্নে সোলারির জবাব, ‘যে থাকে না (দলে) তাকে নিয়ে চিন্তা করা অযথা একটা ব্যাপার। আমাদের যা আছে, সেটা নিয়েই খেলতে হবে। এই দল সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া। ফুটবল হচ্ছে দলগত খেলা এবং মাঠজুড়ে খেলোয়াড়রা থাকে। জিরোনা খুব ভালো খেলেছে, তারা শক্তিশালী দল ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়িয়েছে।’ গোল ডটকম