তুরিনে ফিরতি লেগ নিয়ে সতর্ক অ্যাতলেতিকো কোচ

ডিয়েগো সিমিওনিওয়ান্দা মেত্রোপোলিতানোয় জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগ যে প্রতিপক্ষের মাঠে! তাই দলের খেলোয়াড়দের সতর্ক করে দিলেন কোচ ডিয়েগো সিমিওনি।

বুধবার ঘরের মাঠে জুভেন্টাসকে হারিয়েছে অ্যাতলেতিকো। দুই ডিফেন্ডার হোসে গিমেনেস ও ডিয়েগো গোদিনের শেষ দিকের গোলে জিতেছে মাদ্রিদ ক্লাব।

সিমিওনির অধীনে ৮ বছরে নকআউটের প্রথম লেগ জিতে কখনও ছিটকে যায়নি তারা। এবারও তাই আরেকটি কোয়ার্টার ফাইনাল খেলার হাতছানি ২০১৬ সালের রানার্স আপদের সামনে।

কিন্তু এখনই শেষ আট নিয়ে কথা বলতে চান না সিমিওনি, ‘এখনও লড়াই শেষ হয়নি। আরও একটি ম্যাচ বাকি আছে। নিশ্চিত যে একটি দারুণ প্রতিপক্ষের সেরা খেলোয়াড়দের বিপক্ষে আমাদের ভুগতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি। আমরা এখন অবশ্যই স্বস্তি আছি। তবে আমরা নিশ্চিত তুরিনে আমাদের ভুগতে হবে।’ আগামী ১৩ মার্চ তুরিনে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে জুভেন্টাস ও অ্যাতলেতিকো।