চিকিৎসার জন্য ব্রাজিল যাচ্ছেন নেইমার

নেইমারগত জানুয়ারির শেষ দিকে পাওয়া পঞ্চম মেটাটারসাল চোটে এতদিন নেইমারের চিকিৎসা চলেছে প্যারিস ও বার্সেলোনায়। এবার চিকিৎসার জন্য নিজ দেশ ব্রাজিলে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

বুধবার নেইমারের ক্লাব পিএসজি এই খবর নিশ্চিত করেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১০ দিনের জন্য যাচ্ছেন দেশে। তাকে সঙ্গ দেবেন ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের তত্ত্বাবধানে সেখানে পিএসজি ফরোয়ার্ডের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।

পিএসজি এক বিবৃতিতে জানায়, ‘ডান পায়ের পঞ্চম মেটাটারসালের চোটের চিকিৎসার অংশ হিসেবে নেইমারকে ১০ দিনের জন্য ব্রাজিল পাঠাচ্ছে ক্লাব। ক্লাবের চিকিৎসক দলকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ফ্রান্স ছাড়বেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।’

পুনর্বাসন প্রক্রিয়া শুরু থেকে নেইমার যে দৃঢ়তা দেখিয়েছেন তার প্রতি ক্লাব পূর্ণ সমর্থন জানিয়েছে।

গত ২৩ জানুয়ারি ফরাসি কাপে স্ত্রাসবোর্গের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান নেইমার। প্রাথমিকভাবে তার ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া বোর্ড।

তবে ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজির হয়ে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল খেলতে মুখিয়ে। শেষ ষোলোর প্রথম লেগে ম্যানইউকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। গোল ডটকম