প্রথমার্ধে বার্সার চেয়ে তুলনামূলক এগিয়ে ছিল রিয়াল। কিন্তু বিরতির পর লুই সুয়ারেসের গোলে পিছিয়ে পড়ে তারা। তারপর রাফা ভারানের আত্মঘাতী গোল ও পেনাল্টি থেকে উরুগুয়ান স্ট্রাইকারের দ্বিতীয় লক্ষ্যভেদে বিদায় নিশ্চিত হয় মাদ্রিদ ক্লাবের।
দলের পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ নেই সোলারির। তার মতে, গোলমুখের সামনে সুযোগ নষ্ট করার কারণেই ফাইনালে যাওয়া হলো না তাদের। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমরা কষ্ট পেয়েছি, কারণ ফাইনালে যেতে চেয়েছিলাম। অবশ্য আমরা সম্মানের সঙ্গে হেরেছি। খেলোয়াড়রা তাদের সবকিছু দিয়েছে। আমরা আমাদের সুযোগগুলো নিতে পারিনি, তারা নিয়েছে।’
সোলারি আরও যোগ করেছেন, ‘ফুটবল হলো গোলের খেলা, এখানে নির্দয় হতে হয় এবং সুযোগ নিতে হয়। তারা সেটা করেছে। ন্যায় বা অন্যায়ের ধারণা ফুটবলে আসলে নেই। প্রতিপক্ষকে অভিনন্দন জানাই, তারা ফাইনালে যাওয়ার দাবি রাখে।’
পুরো ম্যাচে ১৪ শট নিয়েছে রিয়াল, আর বার্সা মাত্র চারটি। কিন্তু স্বাগতিকদের দুর্বল ফিনিশিং আর কাতালানদের নিখুঁত চেষ্টা গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। গোল ডটকম