নিজের বানানো জালেই জড়ালেন রামোস

ইচ্ছা করে কার্ড দেখায় দুই ম্যাচ নিষিদ্ধ রামোস (ডানে)কৌশলটা কাজে লাগলো না সের্হিয়ো রামোসের। উল্টো নিজের তৈরি করা জালে নিজেই জড়ালেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার! ইচ্ছা করে কার্ড দেখার শাস্তি হিসেবে চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি।

আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে হলুদ কার্ড দেখেছিলেন রামোস। যাতে ঘরের মাঠের ফিরতি লেগে নিষিদ্ধ হন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। ওই কার্ডটি দেখেছিলেন তিনি ইচ্ছা করেই। আমস্টারডাম থেকে ২-১ গোলে জিতে ফেরার ম্যাচে কার্ড দেখে চ্যাম্পিয়নস লিগের বাকি অংশটা ঝুঁকিহীনভাবে খেলতে চেয়েছিলেন। ফিরতি লেগে খেলা না হলেও প্রতিযোগিতায় কার্ড সংক্রান্ত ঝামেলায় আর পড়তে হতো না তার।

কৌশলটা কাজেও লেগেছিল রামোসের। কিন্তু উয়েফার ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি শক্তভাবেই নজরে নেয়। তদন্ত শেষে রিয়াল অধিনায়ককে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে তারা। যাতে আয়াক্সের বিপক্ষে ফিরতি লেগ তো বটেই, রিয়াল কোয়ার্টার ফাইনালে উঠলে তিনি মিস করবেন শেষ আটের প্রথম লেগও।

আমস্টারডামের ম্যাচের পর রামোস ইচ্ছা করে কার্ড দেখার কথা স্বীকার করেছিলেন। স্প্যানিশ অধিনায়ক বলেছিলেন, ‘মিথ্যা বলা হবে, যদি বলি আমি কার্ড দেখার জন্য চেষ্টা করিনি। ম্যাচের ফলের দিকে একবার নজর দিন।’ আয়াক্সের মাঠ থেকে ২-১ গোলে জিতে ফেরার কারণেই ফিরতি লেগ বিসর্জন দিতে চেয়েছিলেন রামোস। কিন্তু এখন নিষিদ্ধ হলেন তিনি দুই ম্যাচ। মার্কা