নেইমারের বার্থডে পার্টিতে যাওয়ায় ক্ষমা চাইলেন আর্থার

নেইমারের বার্থডে পার্টিতে আর্থার (বাঁমে)দুই দিন পর এল ক্লাসিকো, অথচ প্যারিসে পার্টিতে ব্যস্ত আর্থার! চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মহারণের আগে বার্সেলোনা মিডফিল্ডারের ‘পার্টি মুডে’ থাকা নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। গত মাসের ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

কোপা দেল রে’র সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ফেব্রুয়ারির শুরুতে শেষ চারের প্রথম লেগের আগে প্যারিসে উড়ে গিয়েছিলেন আর্থার। কারণ জাতীয় দল সতীর্থ নেইমারের জন্মদিন অনুষ্ঠানে যোগ দেওয়া। অথচ তার দুই দিন পরই ছিল এল ক্লাসিকো। কঠিন লড়াইয়ের আগমুহূর্তে পার্টি নিয়ে তার ব্যস্ত থাকাটা ভালো চোখে নেয়নি খোদ বার্সেলোনা সমর্থকরাই।

কাজটা যে ঠিক হয়নি, বুঝতে অসুবিধা হয়নি আর্থারের। ‘ভুল’ বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এই ব্রাজিলিয়ান। বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিওঁর বিপক্ষে মাঠে নামার আগে তিনি বলেছেন, ‘আমি ভুল করেছিলাম, জীবনে এই ধরনের বিষয় হয়েই যায়। কখনও আপনি ভুল করবেন, কখনও ঠিক। ওখানে (পার্টিতে) যাওয়ার জন্য আমি মুখিয়ে ছিলাম। তবে এর দায়ভার নেওয়ার মতো বয়স আমার হয়েছে। যদি কাউকে আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমা চাইছি।’

চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল আর্থার। সেরে উঠে সেরা ফর্মেই আছেন তিনি। এজন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞ এই ব্রাজিলিয়ান, ‘চোট থেকে সেরে উঠতে আমার সতীর্থরা সাহায্য করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ মার্কা