নেইমার কেন মাদ্রিদে?

বিমানবন্দরে স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে ওপরে কাউকে দেখে সম্ভবত হাত নাড়ছেন নেইমার।স্পেন ছেড়েছেন অনেক আগেই। তাছাড়া আন্তর্জাতিক ফুটবল বিরতিতে প্যারিস সেন্ত জার্মেইয়ের কোনও ম্যাচও নেই এখন। ফরাসি দলটির স্পেনে যাওয়ার কোনও কারণই নেই। তাহলে দেশটির রাজধানী মাদ্রিদে নেইমারের যাওয়ার কারণ কী?

তাহলে কি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করতেই স্প্যানিশ রাজধানীতে গেছেন ব্রাজিলিয়ান তারকা? প্রশ্নটা জট বাঁধতে থাকে ফুটবল বিশ্বে। না, রিয়ালের সঙ্গে চুক্তি সম্পর্কিত কোনও বিষয় নেই, নেইমার মাদ্রিদে গিয়েছেন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে।

স্থানীয় সময় সোমবার বিকেলে প্রাইভেট জেটে করে মাদ্রিদে পৌঁছান তিনি। অমনি শুরু হয়ে যায় নানা গুঞ্জন। যার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়ালের সঙ্গে চুক্তির আলোচনা। যদিও মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, চুক্তি সম্পর্কিত কোনও কাজে মাদ্রিদে যাননি নেইমার, নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতেই স্প্যানিশ রাজধানীতে আসা তার।

নতুন করে গুঞ্জন ওঠাটা স্বাভাবিক। রিয়াল তো আর আজ থেকে চেষ্টা করছে না তার জন্য। ব্রাজিলিয়ান তারকা যখন সান্তোসের খেলোয়াড়, তখন থেকে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার ইচ্ছা ‘লস ব্লাঙ্কোস’ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। যদিও রিয়ালকে উপেক্ষা করে নেইমার বেছে নেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। কাতালান ক্লাবটি ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর নতুন করে আবার মাদ্রিদে যাওয়ার খবর শোনা যায় ইউরোপিয়ান মিডিয়ায়।

যে গুঞ্জনটা এখনও ভাসছে বাতাসে। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ডের মাদ্রিদে যাওয়ার খবরে নতুন রসদ যোগ হয় তাতে। যদিও ‘এএস’ নিশ্চিত করেছে বিজ্ঞাপনের শুটের কারণেই স্প্যানিশ রাজধানীতে গিয়েছেন নেইমার।

শুধু তিনি নয়, লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোও আছেন মাদ্রিদে। মেসি তার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে রয়েছেন স্প্যানিশ রাজধানীতে। আর মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো রোনালদো পুরনো শহরে ফিরেছেন তার নতুন শুরু করা হেয়ার ইমপ্লান্ট ব্যবসার কারণে।