২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার দৌড়ে চিলি

প্রার্থিতার লড়াই নিশ্চিত করতে বুয়েন্স আয়ার্সে চার দেশের প্রেসিডেন্টআর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা উপস্থাপন করেছে আগেই। এবার তাদের সঙ্গে যোগ দিলো লাতিন আমেরিকার আরেক দেশ চিলি।

বিশ্বকাপের শতবার্ষিকী উদযাপনের আসরে দক্ষিণ আমেরিকার এই চারটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আফ্রিকা ও ইউরোপের দেশ। আফ্রিকা থেকে এককভাবে মরক্কো এবং ইউরোপ থেকে যৌথ আয়োজকের মর্যাদা পেতে লড়বে বুলগেরিয়া, গ্রিস, রোমানিয়া ও সার্বিয়া।

তিন প্রতিবেশী দেশের সঙ্গে চিলির যোগ দেওয়ার খবর বুধবার নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবোল। গত ফেব্রুয়ারিতে এই প্রার্থিতার লড়াইয়ে যোগ দেওয়ার আভাস দেন চিলি প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

বুয়েন্স আয়ার্সে চার দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ শেষে কনমেবোল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দোমিঙ্গেস টুইটারে জানান, ‘২০৩০ সালের বিশ্বকাপে যৌথ আয়োজন ওয়ার লড়াইয়ে ফিফার সঙ্গে কাজ করতে চার দেশের ঐক্যমতে পৌঁছানো নিশ্চিত করছি আমরা।’

১৬ বছর পর আবারও দক্ষিণ আমেরিকায় ফুটবল বিশ্বকাপ ফিরবে দৃঢ় বিশ্বাস দোমিঙ্গেসের, ‘আজ আমি মনে করছি এই লড়াইয়ে আমরা ফেভারিট। কনমেবোল ও এই চারটি দেশ যদি ঠিকভাবে নিজেদের কাজ করি তাহলে আয়োজকের মর্যাদা পাওয়া সহজ হবে।’

২০২২ সালের বিশ্বকাপ কাতারে; পরের আসরের যৌথ আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ইএসপিএনএফসি