যুব দলের টানা দ্বিতীয় হার

বিপলু (বাঁয়ে) ও বিশ্বনাথ চেষ্টা করলেও দলকে গোল এনে দিতে পারেননিএএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের মূল পর্বে কখনও খেলতে পারেনি বাংলাদেশ। এবার বাছাই পর্বের আগে ভালো প্রস্তুতি নিলেও লাল-সবুজ দলের আশা শেষ। আগের ম্যাচে ১-০ গোলে হার মেনেছিল স্বাগতিক বাহরাইনের কাছে। রবিবার ফিলিস্তিনের বিপক্ষে একই ব্যবধানে পরাজিত সুফিল-রবিউলরা। ‘বি’ গ্রুপের পরের ম্যাচে বাহরাইন ৯-০ গোলে শ্রীলঙ্কাকে হারানোয় বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রধমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশের ডিফেন্স। ২২ মিনিটে গোলটা অবশ্য হয়েছে গোলরক্ষক পাপ্পু হোসেনের ভুলে। প্রায় ৩৫ গজ দূর থেকে আচমকা শট নিয়েছিলেন ফিলিস্তিনের ফরোয়ার্ড হানি আবদাল্লাহ। বলের গতিপথ বুঝতে পারেননি পাপ্পু। তাকে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে।

প্রথমার্ধে আক্রমণ করতে না পারলেও বিরতির পর দুটো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৬৫ মিনিটে ডিফেন্ডার রিয়াদুল হাসানের হেড চলে যায় সাইড বারের পাশ দিয়ে। ৬ মিনিট পর বদলি ফরোয়ার্ড মতিন মিয়ার শট বিপদমুক্ত করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। তাই আরেকটি হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জেমি ডে’র শিষ্যদের।

বাংলাদেশের শেষ ম্যাচ আগামী মঙ্গলবার, শ্রীলঙ্কার বিপক্ষে।

১১ গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা চার রানার্স-আপ এবং আয়োজক থাইল্যান্ডকে নিয়ে আগামী বছর হবে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের চূড়ান্ত পর্ব।