চট্টগ্রাম আবাহনীর জয়, মোহামেডান-মুক্তিযোদ্ধার ড্র

চট্টগ্রাম আবাহনীর একটি গোল উদযাপনটানা তিন হারের তেতো স্বাদ নিয়ে মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি কোচ শন লেনের অধীনে প্রথম ম্যাচে একটি পয়েন্ট পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। শেষ মুহূর্তের লক্ষ্যভেদে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। শুক্রবার প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাবকে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে গোল হয়নি। বিরতির পর ৬৮ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর পাস থেকে লক্ষ্যভেদ করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড বালো ফামুসা।

ম্যাচ প্রায় জিতেই যাচ্ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু গিনির ডিফেন্ডার ইউনুসা কামারার ভুলে তিন পয়েন্ট পায়নি। ইনজুরি সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির হেড কামারা হাত দিয়ে ঠেকালে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে চিগোজিই  এক পয়েন্ট এনে দেন মোহামেডানকে।

১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান ষষ্ঠ। সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করা মোহামেডান একাদশ স্থানে।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে তৃতীয় মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেঞ্জামিনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। পরের ‍দুটি গোলই মাগালান আওয়ালার। ২৩ মিনিটে লং পাস ধরে নোফেলের গোলকিপারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আর ইনজুরি সময়ে আওয়ালার আরেকটি গোলে বড় জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর।

পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পাওয়া চট্টগ্রাম আবাহনী ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে নোফেল।