বার্সা প্রধানের কাছে নেইমারের চেয়ে দেম্বেলে ভালো

দেম্বেলে ও নেইমারন্যু ক্যাম্পে নেইমারের তারকা খ্যাতি নিয়ে কোনও প্রশ্ন নেই বার্সেলোনার। তবে তার বিদায়ে থমকে যায়নি কাতালান জায়ান্টরা। বর্তমান খেলোয়াড়দের ওপর আস্থা আছে তাদের। ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউর মতে, নেইমারের চেয়ে যথেষ্ট ভালো খেলোয়াড় উসমান দেম্বেলে।

২২২ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে প্যারিস সেন্ত জার্মেইয়ে চলে যান নেইমার। তার শূন্যতা পূরণে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৫ মিলিয়ন ইউরোতে দেম্বেলের সঙ্গে চুক্তি করে বার্সা। ন্যু ক্যাম্পে আসার পর থেকে ১১ লিগ গোল আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ গোল করেছেন ফরাসি উইঙ্গার।

নেইমারের অভাব পূরণ করতে পারেননি দেম্বেলে। তবে আবারও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে ফেরানো সম্ভব নয় জানালেন বার্তোমেউ, ‘বার্সেলোনায় আবারও নেইমারের আসা অসম্ভব। দেম্বেলে ও কৌতিনিয়োর (ফিলিপ্পে) সঙ্গে আমাদের অন্য একটি পরিকল্পনা আছে।’

২১ বছর বয়সী ফরাসি উইঙ্গারের প্রশংসা করেছেন বার্সা প্রধান, ‘আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী। দেম্বেলে নেইমারের চেয়ে যথেষ্ট ভালো এবং সে একজন পেশাদার খেলোয়াড়। সে একজন তরুণ খেলোয়াড়, বার্সার মতো বিশাল ক্লাবে আসা কিন্তু সহজ নয়। এখানে সে মানিয়ে নিয়েছে এবং নেইমারের চেয়ে অনেক ভালো সে।’

বার্সার একাদশে জায়গা ধরে রাখতে বেশ কষ্ট করতে হচ্ছে কৌতিনিয়োকে। এতে চেলসি কিংবা ম্যানইউতে তার ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। গত বছরের জানুয়ারিতে ১৬০ মিলিয়ন ইউরো দিয়ে কেনা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ধরে রাখার প্রত্যাশা বার্তোমেউর, ‘কৌতিনিয়ো চমৎকার খেলোয়াড় এবং তার ওপর কোচের আস্থা রয়েছে। আমাদের সঙ্গে তার চুক্তি আছে এবং সে এই দলেই থাকবে, যতদিন না তার রিলিজ ক্লজ কেউ পরিশোধ করবে।’ গোল ডটকম