‘কৌতিনিয়োর গোল উদযাপন ভুল ছিল’

গোল উদযাপন করছেন কৌতিনিয়োচ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করেও উদযাপনে মাতোয়ারা হননি ফিলিপে কৌতিনিয়ো। ন্যু ক্যাম্পে নিজ ক্লাবের ভক্তদের দিকে ফিরে কানে রাখলেন আঙুল এবং বন্ধ করলেন দুই চোখ! এই উদযাপনের অর্থ কী বুঝতে সময় লাগার কথা নয়। নিন্দুকের কড়া জবাবই দিলেন তিনি। কিন্তু এতে আপত্তি জানিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো।

এই মৌসুমে নিজেকে খুঁজে পাচ্ছেন না কৌতিনিয়ো। ধারাবাহিকতার অভাবে সমালোচিত হচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মঙ্গলবার ম্যানইউর বিপক্ষে তৃতীয় গোল করে যেন নিজেকে ধরে রাখতে পারলেন না। কিন্তু এমন উদযাপন করা ঠিক হয়নি মনে করেন বার্সার সঙ্গে দুটি লা লিগা শিরোপা জেতা রিভালদো।

পারফরম্যান্স দিয়ে কৌতিনিয়োকে সব সমালোচনার জবাব দিতে বললেন রিভালদো, ‘এই অঙ্গভঙ্গি ভালো ছিল না। সে অসাধারণ একটি গোল করেছে। কিন্তু ভক্তদের উদ্দেশ্যে এমন কিছু করা কখনও ভালো নয়।’

সমালোচনা দূর করতে কৌতিনিয়োকে পরামর্শ দিলেন ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত বার্সায় খেলা সাবেক এই ফরোয়ার্ড, ‘সমর্থকরা তার সমালোচনা করে কারণ তারা জানে যে আরও বেশি দিতে পারবে সে। আমি জানি না এই সপ্তাহে তার কী হয়েছে, সংবাদপত্রে সে কী পড়েছে বা টেলিভিশনে কী দেখেছে! কিন্তু আপনাকে পরিশ্রম করে যেতে হবে, পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে এবং গোল করতে হবে। যদি সে গোল করে তাহলে সবকিছু পাল্টে যাবে এবং এই ক্লাব তাকে সবাই আপন করে নেবে।’ গোল ডটকম