আরেকটি হারে আবার অপেক্ষা বাড়লো পিএসজির

হেরেছে পিএসজিলিগ ওয়ান চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা বেড়েই চলেছে প্যারিস সেন্ত জার্মেইর। টানা তৃতীয় ম্যাচে প্রস্তুতি নিয়েও শিরোপা উৎসব করতে পারলো না তারা। বুধবার নঁতের মাঠে ৩-২ গোলে হেরেছে দলটি।

নঁতের মাঠে জিতলে ৬ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হতো পিএসজি। কিন্তু হলো না, গত তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন তাদের। আগের দুই ম্যাচে স্ত্রাসবুর্গের সঙ্গে ড্রর পর লিঁলের কাছে হারে পিএসজি।

দানি আলভেসের ১৯ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু তিন মিনিট পর ডিয়েগো কার্লোস ফেরান সমতা। মাজিদ ওয়ারিস ৪৪ মিনিটে গোল করলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় নঁতে।

বিরতির পর ৫২ মিনিটে আবারও কার্লোস ব্যবধান বাড়ান। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে মেতেহান গুকলু গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি পিএসজি।

৩২ ম্যাচে পিএসজির অর্জন ৮১ পয়েন্ট। ১৭ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে লিঁল।

আগামী রবিবার মোনাকোকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে পিএসজি।  এই ম্যাচ সামনে রেখে কাইলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়াকে বিশ্রাম দেন থোমাস টুখেল। ২৭ এপ্রিল ফরাসি কাপ ফাইনালও মাথায় ছিল পিএসজি কোচের। ইএসপিএনএফসি