ইউরোপিয়ান মঞ্চে চেলসির জয়ের রেকর্ড

চেলসির জয় উল্লাসইউরোপা লিগের এই মৌসুমে কেবল একবার জিততে ব্যর্থ হয়েছে চেলসি। তাতে রেকর্ড বইয়েও নাম লিখা হয়ে গেছে তাদের।

বৃহস্পতিবার স্লাভিয়া প্রাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ২০১৩ সালের চ্যাম্পিয়নরা। এতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইংলিশ দল হিসেবে জয়ের নতুন রেকর্ড গড়েছে চেলসি।

জিতে ইউরোপা লিগের এই মৌসুমে দাপট ধরে রেখেছে চেলসি। এবার কেবল গ্রুপ ম্যাচে ভিদির বিপক্ষে জিততে পারেনি তারা। গ্রুপের শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে তারা।

এটি বাদে গ্রুপ ও নকআউট পর্বের অন্য ১১ ম্যাচের সবগুলো জিতেছে চেলসি। ইউরোপিয়ান প্রতিযোগিতার এক মৌসুমে যে কোনও ইংলিশ ক্লাবের নতুন রেকর্ড।

পেদ্রোর জোড়া গোলের সঙ্গে অলিভিয়ের জিরুদ চেলসির গোলদাতার খাতায় নাম লিখেছেন, আত্মঘাতী গোল উপহার দেন সাইমন ডেলি। বিরতির পর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালেও অঘটন ঘটাতে পারেনি স্লাভিয়া। ৪-৩ গোলে শেষ আটের দ্বিতীয় লেগ হেরেছে চেক প্রতিপক্ষ। আর ৫-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে চেলসি।

নতুন রেকর্ড আরও বাড়িয়ে নিতে সেমিফাইনালে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে মাউরিসিও সারির দল। আগামী ২ মে জার্মান ক্লাবটির মাঠে নামবে চেলসি। গোল ডটকম