তবুও মাটিতে পা রাখছেন বার্সা কোচ

এর্নেস্তো ভালভারদেলা লিগায় আর ৫ ম্যাচ বাকি। শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ ৯ পয়েন্ট পেছনে। এখন অনেকেই চ্যাম্পিয়নের আসনে কাতালানদের দেখতে শুরু করেছে। কিন্তু সেটা এত সহজে হবে না মনে করেন বার্সা কোচ এর্নেস্তো ভালভারদে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে জিতে শিরোপার পথে আরেক ধাপ ফেলেছে বার্সেলোনা। আগামী মঙ্গলবার আলাভেসকে বার্সা হারালে এবং পরদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ জিততে না পারলে ১২ পয়েন্টের ব্যবধানে ও হেড টু হেড রেকর্ডে চ্যাম্পিয়ন হবে ভালভারদের দল।

এছাড়া চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে লিভারপুল ও কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে তারা। ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনা দেখলেও আত্মতুষ্টিতে ভুগছেন না তাদের কোচ।

শনিবার ম্যাচ শেষে ভালভারদে বলেছেন, ‘জেতার জন্য অনেক ভুগতে হয়। অন্যরা যতটা ভাবে, ম্যাচ জেতা তার চেয়েও জটিল। আমি বুঝি তারা যখন বলে আমরা এরই মধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি এবং আমরা কেবল সময়ের অপেক্ষায় আছি, কিন্তু পয়েন্ট এখনও অর্জন করিনি। আমরা এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ফেলেছি, এখনও লড়াই শেষ হয়নি।’ গোল ডটকম