‘অধিনায়ক হওয়ার যোগ্যতা নেই নেইমারের’

নেইমারতিন ম্যাচ নিষেধাজ্ঞায় যাওয়ার আগে দারুণ পারফর্ম করলেন নেইমার। অ্যাঙ্গার্সের বিপক্ষে পিএসজির ২-১ গোলের জয়ে একটি গোল করেছেন এবং বানিয়ে দিয়েছেন অন্যটি। লিগ ওয়ানের ম্যাচ শেষে তাকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে কোচ বলেছেন, দলের অধিনায়ক হওয়ার উপযুক্ত নন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কাপ ফাইনাল শেষে এক সমর্থকের সঙ্গে হাতাহাতি করে ফরাসি ফুটবলে নিষিদ্ধ হয়েছেন নেইমার। অ্যাঙ্গার্সের বিপক্ষে শনিবারের ম্যাচটি ছিল তার মৌসুমের শেষ। এই ম্যাচে দারুণ এক ডাইভিং হেডে গোল করেন তিনি এবং আনহেল দি মারিয়াকে বানিয়ে দেন আরও একটি গোল।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর কোচ থোমাস টুখেলকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে ব্রাজিলিয়ান তারকার হাতে অধিনায়কের ব্যান্ড দেখা যাবে কিনা। পিএসজি কোচের সোজাসাপ্টা উত্তর, ‘না (ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নেইমার), আমাদের দুইজন অধিনায়ক থিয়াগো সিলভা ও মারকুইনিয়োস- এটা আমরা পাল্টাতে যাচ্ছি না।’

জার্মান কোচ এখানেই থামেননি, ‘আমার কাছে মনে হয় একজন অধিনায়কের আর্মব্যান্ড পরার মতো প্রোফাইল নেইমারের নেই। তার সৃজনশীলতা আছে, কৌশলগত নেতৃত্ব দিতে পারে। কিন্তু আর্মব্যান্ড পরা অধিনায়ক নয় সে। তাকে এটা পরতেই হবে, এমনটা আবশ্যক নয়। আমি বুঝি না হঠাৎ করে কেন প্রত্যেকে এসব বলছে। আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে, থিয়াগো ও মারকুইনিয়োস আছে আমাদের, যারা চমৎকার।’ গোল ডটকম