কাতার বিশ্বকাপে ৪৮ দল খেলানোর পরিকল্পনা বাতিল

world-cup-2022-qatar_1bhru3e45l0b01uducn8smhbnj২০২২ সালের বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা বাতিল করেছে ফিফা। প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো শুরুতে কাতার বিশ্বকাপ ৪৮ দল নিয়ে আয়োজনের কথা ভেবেছিলেন। কিন্তু সময় স্বল্পতা ও ভেন্যু সংক্রান্ত জটিলতায় আগের মতোই ৩২ দল নিয়ে হবে পরের বিশ্বকাপ।

মূলত ২০২৬ সালের বিশ্বকাপ থেকে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। কিন্তু তার আগেই কাতারে ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করেছিলেন ইনফান্তিনো। কিন্তু এই অল্প সময়ে এতগুলো দলের ম্যাচ আয়োজন করা কাতারের একার পক্ষে সম্ভব নয় মনে করছে ফিফা।

এজন্য আরও কাতারের প্রতিবেশী দেশগুলোর কয়েকটি শহরকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময় স্বল্পতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত বুধবার এক বিজ্ঞপ্তিতে ফিফা নিশ্চিত করেছে দল বাড়িয়ে বিশ্বকাপ আয়োজনে আরও অনেক বেশি সময় দরকার। তাই কাতারে সেটা সম্ভব হচ্ছে না। ইএসপিএনএফসি, গোল ডটকম