আর্সেনালের বিপক্ষে ফাইনালে চেলসির দ্বিতীয় গোল করেছেন পেদ্রো। এই স্প্যানিশ মিডফিল্ডার ম্যাচ শেষে হাতে নিয়েছেন ইউরোপা লিগের ট্রফি। প্রথমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন তিনি। তাতে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্ব গড়লেন পেদ্রো।
পেদ্রোর ট্রফির তালিকা এখানেই শেষ নয়। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার পাঁচটি লা লিগা, তিনটি কোপা দেল রে, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ ও একটি এফএ কাপ জিতেছেন।
ম্যাচ শেষে পেদ্রো বলেছেন, ‘শিরোপা জেতা আমাদের জন্য সেরা ও সবচেয়ে তৃপ্তির অনুভূতি। এর মানে হলো মৌসুম জুড়ে আমরা আমাদের কাজ ভালোভাবে করেছি। এই অনুভূতি অন্যরকম।’ আরও একটি রেকর্ড আছে এই স্প্যানিশ মিডফিল্ডারের। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা কাপ বা ইউরোপা লিগের ফাইনালে গোল করা পঞ্চম খেলোয়াড় তিনি। এই কীর্তি গড়া অন্যরা হলেন অ্যালান সিমোনসেন, হার্নান ক্রেসপো, দিমিত্রি আলেনিচেভ ও স্টিভেন জেরার্ড।