চার সপ্তাহ মাঠের বাইরে নেইমার

নেইমারকাতারের বিপক্ষে ব্রাজিলের এক প্রীতি ম্যাচে পাওয়া গোড়ালির চোটে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তার ক্লাব প্যারিস সেন্ত জার্মেই এ খবর নিশ্চিত করেছে।

শনিবার এক বিবৃতিতে পিএসজি তাদের ফরোয়ার্ডের মাঠের বাইরে থাকার সময় জানিয়ে দেয়। ডান গোড়ালি মচকে গেছে ব্রাজিলিয়ান তারকার।

গত বৃহস্পতিবার কাতারের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে মাত্র ২১ মিনিটে প্রতিপক্ষের এক কড়া ট্যাকলে চোট পান নেইমার। স্টাফদের সহায়তায় আহত পা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের। দলে তার জায়গায় খেলবেন উইলিয়ান। তবে কবে তিনি ফিরবেন সেটা জানায়নি তারা।

পিএসজি নিশ্চিত করেছে, এই চোটের কারণে কোনও অস্ত্রোপচার করাতে হবে না নেইমারের। নিয়মিত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যাবেন তিনি। সব মিলিয়ে এক মাসের মধ্যে আবার মাঠে দেখা যাবে তাকে। মার্কা