বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বাংলাদেশ ফুটবল ফেডারেশনআগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য ২০ কোটি টাকা ‘বিশেষ’ বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী প্রস্তাব রেখে বলেছেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অবকাঠামোর উন্নয়ন এবং জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’

বাজেট ঘোষণার আগে বাফুফে সরকারের কাছে চেয়েছিলো ৩০ কোটি টাকা। এরপরও ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শুনে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমার ব্যক্তিগত মত হলো, সরকার থেকে এই টাকা বরাদ্দ পেলে জেলার ফুটবলের উন্নয়নের পেছনে ব্যয় করব। এছাড়া পেশাদার ক্লাবগুলোর বাইরে যারা আছে, সেই ক্লাবগুলোর জন্য বরাদ্দ রাখব।’