ফুটবল ছেড়ে দিলেন তোরেস

২০১০ সালের বিশ্বকাপ জয়ী তোরেস অবসর নিলেন ফুটবল থেকেস্পেনের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার ফের্নান্দো তোরেস ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। শেষ হলো তার ১৮ বছরের ঝলমলে ক্যারিয়ারের। টুইটারে এক টুইটে ফুটবল ছাড়ার কথা জানান তিনি।

শৈশবের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে দুই মেয়াদে একশর বেশি গোল করেন তোরেস। এছাড়া প্রিমিয়ার লিগে লিভারপুল ও চেলসির সঙ্গেও খেলেন তিনি। পা পড়েছিল ইতালিতেও, এসি মিলানে।

গত বছরের জুলাইয়ে অ্যাতলেতিকো ছেড়ে জাপানের সাগান তোসুতে যোগ দেন তোরেস। কিন্তু জে লিগ দলের হয়ে ফর্ম খুঁজে পাননি তিনি। তাই একবারে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন, ‘রোমাঞ্চকর ১৮টি বছর পার করলাম, এখন আমার ফুটবল ক্যারিয়ারে সমাপ্তি টানা সময় এসেছে।’ সিদ্ধান্ত নেওয়ার কারণ জানাতে আগামী রবিবার টোকিওতে সংবাদ সম্মেলন করবেন জানান ৩৫ বছর বয়সী তারকা।

২০০৩ সালে স্পেনে অভিষেক হয় তোরেসের। ২০০৮ সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে জয় সূচক গোলটি করেন তিনি। দুই বছর পর দেশকে জেতান প্রথম বিশ্বকাপ। ২০১২ সালে টানা দ্বিতীয় ইউরো জয়েও শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে ১১০ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন তিনি। ডেভিড ভিয়া (৫৯) ও রাউলের (৪৪) পর স্পেনের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তোরেস।

লিভারপুলে দারুণ সময় কাটিয়েছে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত, সব ধরনের প্রতিযোগিতায় ১৪২ ম্যাচে ৮১ গোল করেন তিনি। ব্রিটিশ রেকর্ড ফি ৫০ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে যোগ দেন চেলসিতে। লন্ডন ক্লাবটির সঙ্গে জিতেছেন এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ। ইএসপিএনএফসি