ফুটবল উন্নয়নে আগ্রহী সংসদীয় কমিটি

সংসদীয় কমিটির সঙ্গে বাফুফের সভাসোমবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৈঠকে বাফুফের গত কয়েক বছরের কর্মকাণ্ড এবং ফুটবল উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাজেটে ফুটবলের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় বাফুফে আমাদের ধন্যবাদ দিয়েছে। পাশাপাশি আটটি বিভাগে ফুটবল স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছে তারা। আমরা বাফুফের দাবি পূরণ করতে চেষ্টা করবো। এরই মধ্যে কক্সবাজারে একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘মেয়েদের ফুটবলে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাফুফে দুই কোটি টাকা বরাদ্দ চেয়েছে। আমি মনে করি, মেয়েদের ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল।’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে এই সভার আয়োজন করা হয়েছে। বাফুফে গত কয়েক বছরের কর্মকাণ্ড তুলে ধরেছে আজকের সভায়। ফুটবল উন্নয়নে সংসদীয় কমিটিকে আগ্রহী বলেই মনে হয়েছে।’