২০২২ বিশ্বকাপ খেলতে চান আলভেস

সাও পাওলোর জার্সিতে দানি আলভেসপ্যারিস সেন্ত জার্মেই ছেড়ে সাও পাওলোতে যোগ দিয়েছেন দানি আলভেস। মঙ্গলবার ব্রাজিলিয়ান ক্লাব আনুষ্ঠানিকভাবে সমর্থক ও ফুটবল বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই রাইটব্যাককে। দেশের ক্লাবে নতুন মিশন শুরুর আগে ভবিষ্যৎ লক্ষ্য হিসেবে ২০২২ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা শুনিয়েছেন তিনি।

ইউরোপিয়ান ফুটবলে সাফল্যে বৃষ্টিতে ভিজে আবার ব্রাজিলে ফিরেছেন আলভেস। ২০০২ সালে বাহিয়ার হয়ে সবশেষ খেলেছিলেন তিনি ব্রাজিলিয়ান লিগে, লম্বা সময় পর ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আবার ফিরেছেন জন্মভূমিতে। ২০২২ সাল পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি করেছেন সাবেক বার্সেলোনা ফুলব্যাক।

সাও পাওলোতে ইতিহাস গড়তে চান তিনি। একই সঙ্গে জাতীয় দল ব্রাজিলের হয়ে কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও দেখছেন আলভেস। নতুন ক্লাবে পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে এই তারকা বলেছেন, ‘সাও পাওলোতে সাফল্য পেতে এসেছি। ক্যারিয়ার শেষ করার জন্য এখানে আসিনি। আমার সামনে ‍আরও অনেক লক্ষ্য আছে, যার একটি হলো সাও পাওলোতে ইতিহাস লেখার।’

এরপরই জানিয়েছেন আরেকটি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা, ‘আমার স্বপ্ন ‍আরও বড়। নিজেকেই এই কঠিন পথটা পেরোতে হবে। ‍আমার লক্ষ্য থাকবে ২০২২ বিশ্বকাপে খেলার। আর এই স্বপ্ন পূরণ হতে ক্লাব (সাও পাওলো) আমাকে সব ধরনের সাহায্য করবে। আমার এমন একটি প্রজেক্ট দরকার ছিল, যেটা আমার লক্ষ্য পূরণ করার পথে এগিয়ে নেবে।’

৩৬ বছর বয়সী আলভেসের ২০২২ বিশ্বকাপের সময় বয়স হবে ৩৯ বছর। এরপরও কাতার বিশ্বকাপে খেলার আশা দেখছেন তিনি। অতীত সাফল্যই অনুপ্রাণিত করছে তাকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই রাইটব্যাক। ব্রাজিলে ফিরেছেন তিনি ইউরোপ থেকে ১৭ শিরোপা জিতে। যার মধ্যে বার্সেলোনার জার্সিতে ৬ লা লিগার সঙ্গে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা, আর জুভেন্টাস ও পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপা। গোল ডটকম