পিএসজির সহজ জয়ের দিনে নেইমারের বিরুদ্ধে ব্যানার!

নেইমারবিরোধী ব্যানার পিএসজির গ্যালারিতেনেইমার ছিলেন না মাঠে, কিন্তু গ্যালারিতে তার প্রতি ক্ষোভ উগরে দিলেন প্যারিস সেন্ত জার্মেই সমর্থকরা। ৩-০ গোলে নিমেসকে হারিয়ে লিগ ওয়ান শুরু করলেও দলের মূল খেলোয়াড়কে নিয়ে ভক্তদের এমন আচরণে অখুশি কোচ থোমাস টাখেল।

এদিনসন কাভানি, কাইলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়ার লক্ষ্যভেদে রবিবার দারুণ জয় পেয়েছে পিএসজি। ফিটনেস সমস্যার কারণে এই ম্যাচে নেইমারকে দলে রাখেননি জানান টাখেল। অবশ্য কোচের এমন বক্তব্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে।

তারই বহিঃপ্রকাশ হলো লিগ ওয়ানের প্রথম ম্যাচে। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের বিরুদ্ধে ব্যানার হাতে ‍দুয়ো দেন সমর্থকরা, যেখানে লিখা ছিল ‘নেইমার, চলে যাও।’ দলের খেলোয়াড়কে নিয়ে ভক্তদের এই আচরণের প্রতিক্রিয়ায় টাখেল ম্যাচ শেষে বলেছেন, ‘পরিস্থিতি বেশ কঠিন ছিল, আমি জানি না কী বলবো। আমি আমার সহকর্মীর ফোনে এটা দেখলাম, আমি ম্যাচের সময় কিছু শুনিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু একইসঙ্গে এটা বোধগম্য হচ্ছে না। যাই হোক, সে এখনও আমাদের খেলোয়াড়- আমার খেলোয়াড়।’

নেইমারের পাশে থাকছেন পিএসজি কোচ, ‘আমি সবসময় আমার খেলোয়াড়দের রক্ষা করবো। সে এখনও আমার ড্রেসিংরুমের একজন, আমি তার দেখভাল করবো। আমি বুঝতে পারি সে যা বলে বা করে সেটা প্রত্যেকে পছন্দ করে না। কিন্তু অনুভূতি প্রকাশে আমাদের একটা সীমা টানতে হবে।’ গোল ডটকম