আদ্রিয়ানে মুগ্ধ লিভারপুল কোচ

আদ্রিয়ানফ্রি ট্রান্সফারে আদ্রিয়ান লিভারপুলে যোগ দিয়েছেন ১০ দিন হলো। ইনজুরিতে নিয়মিত গোলরক্ষক আলিসন ছিটকে যাওয়ায় বড্ড তাড়াতাড়ি অভিষেক হয়েছে তার। আর শুরুতেই বাজিমাত করে দিলেন স্প্যানিশ গোলরক্ষক। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে তার বীরত্বপূর্ণ পারফরম্যান্সে লিভারপুল জিতলো উয়েফা সুপার কাপ। তার ‘অবিশ্বাস্য পারফরম্যান্স’ মুগ্ধ করেছে কোচ ইয়ুর্গেন ক্লপকে।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে গত মৌসুমে। নিজেকে ফিট রাখতে কয়েক সপ্তাহ আগেও ঠিকানাহীন আদ্রিয়ানকে ট্রেনিং করতে দেখা গেছে তার দেশের ষষ্ঠ সারির আধা পেশাদার ক্লাব ইউডি পিলাসের সঙ্গে। ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের যোগ দেওয়ার কথা ছিল রিয়াল ভায়াদোলিদে। কিন্তু সিমন মিগনোলেট ক্লাব ব্রুগে যোগ দেওয়ায় আলিসনের ব্যাকআপ হিসেবে প্রস্তাব দেওয়া হয় আদ্রিয়ানকে।

গত ৫ আগস্ট ফ্রি ট্রান্সফারে এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি করে লিভারপুল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাকে আরও সময় দেওয়ার কথা ভাবছিল তারা। কিন্তু মাত্র ৪ দিনের মাথায় এক ‘দুর্ঘটনায়’ অভিষেক হয়ে যায় তার। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে চোট পান আলিসন, ৩৯ মিনিটে গোলপোস্টের নিচে দাঁড়াতে হয় আদ্রিয়ানকে। আর সুপার কাপের একাদশে জায়গা পেয়ে সবাইকে বিস্মিত করলেন তিনি। পুরো ম্যাচজুড়ে দারুণ সব সেভের পর পেনাল্টি শুট আউটে পা বাড়িয়ে আব্রাহামকে লক্ষ্যভ্রষ্ট করে দলকে চ্যাম্পিয়ন করেন।

ইস্তানবুলের ভোদাফোন পার্কে ট্রফি উৎসব শেষে ক্লপ প্রশংসা করেছেন আদ্রিয়ানের ব্যক্তিত্বের। তিনি বলেছেন, ‘সে অবিশ্বাস্য খেলেছে, তার সেভগুলো ছিল রোমাঞ্চকর। দুই গোলরক্ষকই অসাধারণ ছিল, কিন্তু সম্ভবত একটু বেশি বিস্ময়কর ছিল আদ্রিয়ান। কারণ তেমন কোনও প্রস্তুতি ছিল না তার। আমি জানি না ওয়েস্ট হ্যামের হয়ে শেষ ম্যাচ কবে খেলেছে সে। আজ রাতে যেভাবে সে প্রস্তুত ছিল, তা অবিশ্বাস্য। শুধু মাঠেই দারুণ একজন মানুষ সে নয়, ড্রেসিংরুমেও সে আমাকে তার অসাধারণ ব্যক্তিত্ব দেখিয়েছে।’

শুধু পেনাল্টি শুট আউটে নয়, ১২০ মিনিটেও অসাধারণ আদ্রিয়ানকে দেখেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন কোচ, ‘অবশ্যই পেনাল্টি শুট আউটে সৌভাগ্যর ছোঁয়া থাকতে হয়, কিন্তু ১২০ মিনিট ধরে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। আর পেনাল্টিতে তার সেভটা ছিল আকর্ষণীয় ও চমৎকার। সে জানে কী করতে চায় এবং দ্রুত সে বুঝতে পারে। সে আজ রাতে যা করলো, সেটার জন্য গর্ব করতে পারে।’ গোল ডটকম