বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী হচ্ছেন কান

রুমেনিগের উত্তরসূরি হচ্ছেন কান (ডানে)১৪ বছর যে ক্লাবে একের পর এক সাফল্যে ভেসেছেন, সেই বায়ার্ন মিউনিখে ফিরছেন লিজেন্ডারি গোলরক্ষক অলিভার কান। বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে, তাদের বিদায়ী প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগের উত্তরসূরি হচ্ছেন সাবেক এই জার্মান গোলরক্ষক।

২০০২ সাল থেকে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রুমেনিগে। দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলা জার্মানির সাবেক এই ফরোয়ার্ড এ বছরের শুরুতে ঘোষণা দেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষে বিদায় নেবেন তিনি।

পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ কান আনুষ্ঠানিকভাবে বায়ার্নের সুপারভাইজারি বোর্ডে যোগ দেবেন ২০২০ সালের ১ জানুয়ারি, এর ১২ মাস পর রুমেনিগের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। ক্লাবের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘প্রথমে বোর্ডের সদস্য এবং পরে অফিসের সিইও ও নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি খুবই সম্মানিত। আমার ওপর আস্থা রাখার জন্য উলি হোনেসের নেতৃত্বে গঠিত সুপারভাইজারি বোর্ডকে ধন্যবাদ জানাই।’

১৯৯৪ সালের জুলাইয়ে কার্লশ্রুসার থেকে বাভারিয়ান জায়ান্টদের সঙ্গে যোগ দেন কান। ক্লাবটির হয়ে প্রায় দেড় দশকের ক্যারিয়ারে ৭৮১ ম্যাচ খেলে বুন্দেসলিগা জিতেছে ৮ বার, এছাড়া ছয়টি কাপ ও একটি করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও কাপ জিতেছেন তিনি।

১৯৯৬ সালে জার্মানির ইউরো জয়ী এই সাবেক গোলরক্ষক ২০০২ সালের বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখেন। প্রথম গোলরক্ষক হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন কান।