রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উদ্বোধনী খেলার আগে রেফারি ও খেলোয়াড়দের সঙ্গে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনরাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সিটি করপোরেশন এলাকার খেলার উদ্বোধন হয়েছে আজ (সোমবার)।

এদিন বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় রাজিকের হ্যাটট্রিকে মতিহার থানা ৪-০ গোলে হারিয়েছে রাজপাড়া থানাকে।

এর আগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার শহীদুল্লাহ ও জেলা প্রশাসক হামিদুল হক।

রাজশাহী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের ৪টি থানা ও ৯টি উপজেলার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করেছে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের টুর্নামেন্টে।