কাতারে বাংলাদেশের কিশোরদের সহজ জয়

ভুটানের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে এগিয়ে যাচ্ছেন নাঈমএএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গত বুধবার প্রথম ম্যাচে ২-০ গোলে হার মেনেছিল স্বাগতিক কাতারের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজ দলের কিশোররা। শুক্রবার তারা সহজেই ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে।

‘ই’ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ইয়েমেনের বিপক্ষে, আগামী রবিবার।

কাতারের রাজধানী দোহার আসপাইয়ার ডোম ইনডোর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে দীর্ঘক্ষণ। ২০ মিনিটে সাইফুল ইসলাম সাঈদের হেড চলে যায় সাইড বার ঘেঁষে। ৪০ মিনিটে ইমন ইসলামের শট ক্রস বার ‍উঁচিয়ে গিয়ে আবার হতাশ করে দলকে।

তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে হতাশ হতে হয়নি। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন সাঈদ।

দ্বিতীয়ার্ধেও লাল-সবুজ দলের আক্রমণে ভাটা পড়েনি। ৫১ মিনিটে দ্বিতীয় গোলটা অবশ্য আত্মঘাতী। পরের মিনিটেই মইনুল ইসলাম দারুণ প্লেসিং শটে জয় নিশ্চিত হয়ে যায়। এরপর আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে সাজেদ হাসানের জোরালো শট বাধা পেয়েছে সাইড বারে।