ইতিহাস গড়ে নক আউট পর্বে আলজেরিয়া

আলজেরিয়াবিশ্বকাপের 'এইচ' গ্রুপ থেকে চমক জাগিয়ে প্রথমবারের মতো শেষ ১৬ নিশ্চিত করেছে অালজেরিয়া। বৃহস্পতিবার রাতে নিজেদের শেষ খেলায় তারা ১-১ গোলে রাশিয়ার সঙ্গে ড্র করেও পয়েন্ট ব্যবধানে অন্যদের পেছনে ফেলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ভূমধ্যসাগরের পাড়ের উত্তর অাফ্রিকার দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামে রাশিয়া ও অালজেরিয়া। এই ম্যাচটি ছিল উভয় দলের জন্যই বিশ্বকাপে টিকে থাকার লড়াই। তাই ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলার মধ্যে ছিল অাক্রমণাত্মক ভাব। যদিও খেলার মাত্র ৬ মিনিটে কোকোরিনের দারুণ গোলে এগিয়ে যায় রাশিয়া। এরপরও দমে যায়নি অালজেরিয়া। তারা খেলতে থাকে মরিয়া হয়ে। কিন্তু প্রথমার্ধে অার কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে অালজেরিয়া যখন অারও মরিয়া তখন ৬০ মিনিটের মাথায় গোল করে ডেজার্ট ফক্সদের অানন্দে ভাসান স্লিমানি। এরপর উভয় দলই বহু চেষ্টা করেও অার কোনও গোলের দেখা পায়নি। খেলা শেষে দ্বিতীয় পর্বে ওঠার অানন্দে ভেসে যায় স্লিমানি, ব্রাহিমিরা। কারণ ততক্ষণে তারা তিন খেলায় এক জয় এক ড্র নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে তারা পৌঁছে গেছে নক অাউট পর্বে। সমানসংখ্যক খেলায় দুই ড্র নিয়ে রাশিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। এই গ্রুপ থেকে অাগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম।