শেখ কামাল ক্লাব কাপে ভারতের গোকুলাম এফসি

Logoশেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ঢাকা আবাহনীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে নাম প্রত্যাহার করে নিয়েছে প্রিমিয়ার লিগের রানার্স-আপরা। তাদের জায়গায় অংশ নিচ্ছে ভারতের গোকুলাম কেরালা এফসি। সোমবার আই-লিগের দলটির চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা।

এ প্রসঙ্গে টুর্নামেন্টের কো-অর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঢাকা আবাহনী সরে দাঁড়ানোয় তাদের জায়গায় গোকুলাম এফসিকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। ফিক্সচারেও কিছু পরিবর্তন এসেছে।’

‘বি’ গ্রুপে গোকুলাম এফসি খেলবে বসুন্ধরা কিংস, ভারতের আরেক দল চেন্নাই সিটি এফসি এবং মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির সঙ্গে। ‘এ’ গ্রুপের চারটি দল টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি।

সোমবার শেখ কামাল ক্লাব কাপের কোনও ম্যাচ নেই। মঙ্গলবার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-গোকুলাম এবং চেন্নাই-তেরেঙ্গানু।

নতুন সূচি:

২২ অক্টোবর: চেন্নাই-তেরেঙ্গানু (বিকেল ৪টা); বসুন্ধরা কিংস-গোকুলাম (সন্ধ্যা ৭টা)

২৩ অক্টোবর: টিসি স্পোর্টস-মোহনবাগান (বিকেল ৪টা); চট্টগ্রাম আবাহনী-ইয়াং এলিফ্যান্টস (সন্ধ্যা ৭টা)

২৪ অক্টোবর: বসুন্ধরা কিংস-চেন্নাই (বিকেল ৪টা); তেরেঙ্গানু-গোকুলাম (সন্ধ্যা ৭টা)

২৫ অক্টোবর: ইয়াং এলিফ্যান্টস-টিসি স্পোর্টস (বিকেল ৪টা); চট্টগ্রাম আবাহনী-মোহনবাগান (সন্ধ্যা ৭টা)

২৬ অক্টোবর: গোকুলাম-চেন্নাই (বিকেল ৪টা), বসুন্ধরা কিংস-তেরেঙ্গানু (সন্ধ্যা ৭টা)

২৮ অক্টোবর: প্রথম সেমিফাইনাল- গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন- গ্রুপ ‘বি’ রানার্স আপ (বিকেল ৪টা); দ্বিতীয় সেমিফাইনাল- গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন- গ্রুপ ‘এ’ রানার্স আপ (সন্ধ্যা ৭টা)

৩০ অক্টোবর: ফাইনাল (সন্ধ্যা ৭টা)