নভেম্বরে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে বার্সেলোনা ফরোয়ার্ড রেখে দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া চারটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা দুটি করে জয় পেয়েছে এবং বাকি দুটি ড্র করে।
মেসিকে সবশেষ আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে ৬ জুলাই চিলির বিপক্ষে। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আলবিসেলেস্তেরা জিতেছিল ২-১ গোলে। ওই ম্যাচের আগে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় নিষিদ্ধ হন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
ইনজুরিতে আর্জেন্টিনার আগের দুই প্রীতি ম্যাচে বাদ পড়া ম্যানসিটির সের্হিয়ো আগুয়েরো ও টটেনহাম হটস্পারের জিওভানি ল চেলসো ফিরেছেন দলে। ২৬ জনের দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো।
আগামী ১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। চার দিন পর বছরের শেষ ম্যাচ তারা খেলবে উরুগুয়ের বিপক্ষে ইসরায়েলের তেল আবিবে। ইএসপিএনএফসি
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: অগাস্তিন মারচেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেস, এস্তেবান আন্দ্রাদা; ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, রেনসো সারাবিয়া, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেয়া, মার্কোস রোহো, ওয়াল্তার কানেমান, নিকোলাস তাগিয়াফিকো, নেহুয়েন পেরেস, গুইদো রোদ্রিগেস; মিডফিল্ডার: জিওভানি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দোমিনগেস, রোদ্রিগো দি পল, মার্কোস আকুনা, রবের্তো পেরেইরা, লুকাস ওকামপোস; ফরোয়ার্ড: লিওনেল মেসি, সের্হিয়ো আগুয়েরো, নিকোলাস গনসালেস, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেস, পাউলো দিবালা।