এসি মিলানে ফিরছেন ইব্রাহিমোভিচ

আবার এসি মিলানে দেখা যাবে ইব্রাহিমোভিচকেএলএ গ্যালাক্সিতে সফল অধ্যায় শেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে ফিরতে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মেজর লিগ সকার কমিশনার ডন গার্বার বলেছেন এই কথা।

এমএলএসের এই দলে ১৮ মাস কাটিয়েছেন ৩৮ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার। তার চুক্তির মেয়াদ এই বছরের শেষ পর্যন্ত।

ইব্রাহিমোভিচকে নিতে এখন থেকে ইউরোপিয়ান ক্লাবগুলো তৎপরতা শুরু করেছে। তবে তিনি বেছে নিয়েছেন মিলানকে।

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মিলানে খেলেছেন ইব্রাহিমোভিচ। ৬১ লিগ ম্যাচে করেছেন ৪২ গোল।

সিরি ‘এ’তে তার ফেরার খবর জানালেন গার্বার, ‘জ্লাতান খুবই মজার একজন মানুষ। অনেক রোমাঞ্চকর সে। আমাকে সে ব্যস্ত রাখে।’

তিনি আরও যোগ করেছেন, ‘তার বয়স ৩৮ বছর, কিন্তু তাকে নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাব এসি মিলান।’

২০১৮ ও ২০১৯ সালের এমএলএসের সেরা একাদশে জায়গা পাওয়া ইব্রাহিমোভিচ করেছেন ৫৩ গোল। গ্যালাক্সির সঙ্গে তার মৌসুম শেষ হয়েছে গত অক্টোবরে এমএলএস কাপের সেমিফাইনালে স্থানীয় প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবের কাছে ৫-৩ গোলে হেরে।