সরে দাঁড়ালেন নাইজেরীয় কোচ, বিদায় নিলেন ইয়োবো

প্রানদেল্লি, কার্লোস কুইরোজ, জাচ্চেরোনির পর কোচদের বিদায়ী মিছিলে এবার যোগ দিলেন স্টিভেন কেশি। বিশ্বকাপে ব্যর্থতার সব দায়ভার কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন নাইজেরীয় এই কোচ। নকঅাউট পর্বে ফ্র‌‌‌ান্সের বিপক্ষে পরাজয়ের পরই এ সিদ্ধান্ত নেন তিনি। সোমবার ওই ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারে নাইজেরিয়া। সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে কেশি বলেছেন, 'চলে যাওয়ার এটাই সঠিক সময়। তবে অামি নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে অাছি।' গতবছরও নাইজেরিয়ার এই কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন কেশি। সেবার নাইজেরিয়াকে অাফ্রিকান্স নেশন কাপ জিতিয়ে এ ঘোষণা দিলেও ফেডারেশনের অনু‌‌‌রোধে অাবারও যোগ দেন কেশি। অপরদিকে অাত্মঘাতী গোলের লজ্জায় অান্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানিয়ে দিয়েছেন নাইজেরিয়ার সেন্টার ব্যাক জোসফ ইয়োবো। ম্যাচে পগবার গোলে ১-০ গোলে ফ্রান্স এগিয়ে থাকলেও ম্যাচের যোগ হওয়া সময়ে অাত্মঘাতী গোল করে বসেন এই ইয়োবো।