ওমানে ড্র করতে পারলেই খুশি বাংলাদেশ

ওমানে বাংলাদেশ দলের অনুশীলনে শিষ্যদের নির্দেশ দিচ্ছেন জেমি ডেহতাশার আঁধার পেরিয়ে বাংলাদেশের ফুটবলে এখন আশার আলো! বিশ্বকাপ বাছাই পর্বে উজ্জ্বল পারফরম্যান্সে দেশের ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছেন জেমি ডে এবং তার শিষ্যরা। কাতারের সঙ্গে দারুণ লড়াই করে হারের পর কলকাতায় ভারতকে তারা রুখে দিয়েছেন ১-১ গোলে। এবার লাল-সবুজ দলের সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ।

আগামী বৃহস্পতিবার শক্তিশালী ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ জেমি ডে জানিয়েছেন, ওমানের মাটিতে ড্রয়ের লক্ষ্য নিয়ে নামবে তার দল। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘ওমানের বিপক্ষে এক পয়েন্ট পেলেই আমি খুশি। যদিও ড্র করা সহজ হবে না। আমরা কঠিন একটা ম্যাচ খেলতে যাচ্ছি। তবে ছেলেরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুর আশা করাই যায়।’

আগের দুই ম্যাচের উদাহরণ দিয়ে শিষ্যদের উজ্জীবিত করার চেষ্টা করছেন বাংলাদেশের ইংলিশ কোচ, ‘কাতার ও ভারত ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে ওমানের বিপক্ষে ইতিবাচক ফল করা সম্ভব।’ ৩ ম্যাচে ৬ গোল করা ওমানের ফরোয়ার্ডদের ঠেকাতে দলের ডিফেন্ডারদের প্রতি তার উপদেশ, ‘ভারত ম্যাচের মতো ডিফেন্স লাইন জমাট করে খেলতে হবে আমাদের।’

অবশ্য রক্ষণভাগ নয়, বাংলাদেশের প্রধান দুশ্চিন্তা আক্রমণভাগ নিয়ে। কলকাতায় বেশ কয়েকটি সুযোগ পেলেও একটির বেশি গোল পায়নি দল। এর আগে ঢাকায় কাতারের বিপক্ষেও সুযোগ নষ্টের মাশুল দিয়ে হারতে হয়েছে ২-০ গোলে। জেমি ডে’র আশা, ওমানের রাজধানী মাসকাটে এই সমস্যার অবসান হবে, ‘সবচেয়ে ইতিবাচক ব্যাপার হলো, আমরা গোল করার সুযোগ পাচ্ছি। এখন শুধু সুযোগগুলোকে গোলে রূপান্তরের চেষ্টা করতে হবে।’