ওমানের মাঠেও লড়াকু বাংলাদেশকে চান জেমি

ওমানের মাঠে কঠিন লড়াইয়ের আগে নির্ভার বাংলাদেশ কোচ জেমি ও অধিনায়ক জামাল ভূঁইয়াবিশ্বকাপ বাছাইয়ে ৩ ম্যাচে মাত্র একটি পয়েন্ট বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হেরে এই যাত্রা শুরু তাদের। কাতারও জয় নিয়ে ফিরেছে বাংলাদেশ থেকে। আর ভারতে এগিয়ে থেকেও ড্র করেছে লাল সবুজ জার্সিধারীরা। তবে শেষ দুটি ম্যাচে তাদের দুর্দান্ত লড়াই নজর কেড়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ওমানের বিপক্ষেও খেলোয়াড়দের কাছে চান জেমি ডে।

বৃহস্পতিবার মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় হবে দুই দলের লড়াই। শক্তিমত্তা কিংবা র‌্যাংকিং- সব দিক থেকে এগিয়ে স্বাগতিকরা। তবে শক্তির ফারাক যতই থাকুক বাংলাদেশ চাইছে ইতিবাচক খেলতে। ওমানের বিপক্ষেও লড়াকু পারফরম্যান্স চান ইংলিশ কোচ, ‘প্রত্যেক ম্যাচে আমরা সংগঠিত থেকে দারুণ গতিতে খেলেছি, আগের মতোই খেলতে চাই আমরা।’

খেলোয়াড়দের পারফরম্যান্সে ভিন্নতা চান না জেমি, ‘এখন পর্যন্ত আমরা ভালোভাবে খেলেছি, তাই খুব বেশি পরিবর্তন চাই না।’ আগের তিন ম্যাচে অনেক সুযোগ তৈরী করেও কেবল একটি গোল আদায় করেছে বাংলাদেশ। এই জায়গায় উন্নতিতে কাজ করছে দল, জানালেন কোচ, ‘আমাদের সুযোগ তৈরী করে যেতে হবে এবং ট্রেনিংয়ে আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি।’

সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে ওমানের বিপক্ষে লড়াই করলে ইতিবাচক ফল পাওয়া যাবে বিশ্বাস জেমির, ‘আগের দুই ম্যাচে আমরা সত্যিই ভালো খেলেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চমৎকার। এখন পর্যন্ত এই ম্যাচই সবচেয়ে কঠিন, আর আমরা খেলছি তাদের মাটিতে। টেকনিক্যালি অনেক এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে পারফর্ম করা আমাদের খেলোয়াড়দের জন্য খুব কঠিন হবে। আমি চাই- সাম্প্রতিক সময়ে আমরা যে লেভেলের পারফর্ম করেছি, সেভাবেই যেন খেলোয়াড়রা খেলতে চেষ্টা করে।’

ওমানের ডাচ কোচ আরউইন কোমান ম্যাচ জিততে আত্মবিশ্বাসী, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের খেলতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা চেষ্টা করবো তাদের ডিবক্সে জায়গা খুঁজে পেতে। আশা করি দারুণ একটা ম্যাচ হবে। আমরা জানি কীভাবে খেলতে হবে। আমরা সবাই আত্মবিশ্বাসী।’