দল গুছিয়ে নিলো মোহামেডান-বসুন্ধরা

দলবদলের পর বসুন্ধরার খেলোয়াড়দের ফটোসেশনগত ১ অক্টোবর শুরু হওয়া দলবদলের শেষ দিন ২০ নভেম্বর। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার দল গুছিয়ে নিয়েছে প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। একই দিনে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং নবাগত পুলিশ ফুটবল ক্লাবও অংশ নিয়েছে দলবদলে।

গতবার আবির্ভাবেই প্রিমিয়ার লিগের পাশাপাশি স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল বসুন্ধরা। তবে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ভালো করতে পারেনি, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এই টুর্নামেন্টের ভুল থেকে শিক্ষা নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের, ‘যেসব জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। আগামীতে আমরা আরও ভালো ফুটবল উপহার দিতে চাই। তবে এবারের দলগুলো অনেক শক্তিশালী। তাই শিরোপা ধরে রাখা কঠিন হবে আমাদের জন্য।’

তারুণ্য নির্ভর দল গড়েছে মোহামেডানঢাকার ফুটবলের অন্যতম সফল দল মোহামেডান দীর্ঘদিন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। ক্যাসিনো-কাণ্ডের কালো অধ্যায় পেছনে ফেলতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। মোহামেডানের বেশ কয়েকজন সাবেক খেলোয়াড় দলবদল উপলক্ষ্যে হাজির হয়েছিলেন বাফুফে ভবনে। তাদের মধ্যে অন্যতম আশি-নব্বইয়ের দশকের তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির বলেছেন, ‘এবার তারুণ্য নির্ভর দল হলেও আগামীতে আমরা শক্তিশালী দল গড়বো।’

মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শন লেন অবশ্য এবারের দল নিয়ে আশাবাদী, ‘তরুণদের পাশাপাশি ভালো মানের বিদেশি ফুটবলার নিয়েছি আমরা। আমার বিশ্বাস, এবার ভালোই করবে আমাদের দল।’ দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের লক্ষ্য বেশ উঁচুতে, ‘এবারের লিগে এক থেকে তিনের মধ্যে থাকতে চাই আমরা।’