সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল শুরু

কিশোরগঞ্জে শুরু হলো আশরাফ স্মৃতি গোল্ডকাপ ফুটবলকিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন হয়েছে। রবিবার বিকেলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ জেলা দল ৪-০ গোলে জামালপুর জেলা দলকে হারায়।

টুর্নামেন্টে আটটি জেলা দল অংশ নিচ্ছে- কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। আগামী ১২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে। পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে খান ব্রাদার্স গ্রুপ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে আরও ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, খান ব্রাদার্স গ্রুপের তোফায়েল কবির খান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এমএ আফজল উপস্থিত ছিলেন। এর আগে কৃষিমন্ত্রী মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন। অনেক দিন পরে কিশোরগঞ্জে বড় একটি টুর্নামেন্ট হওয়ায় জেলা শহরে ছিল উৎসবের আমেজ।